জাতীয় সংসদে ক্বওমী মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরা হাদীসকে মাস্টার্স ডিগ্রি সমমানের স্বীকৃতি দিয়ে বিল পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে শেরপুরের নকলা উপজেলার ক্বওমী ওলামা ঐক্য পরিষদ।
ক্বওমী ওলামা ঐক্য পরিষদের আয়োজনে রবিবার সকালে পৌর শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গন থেকে এক আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, পৌর মেয়র হাফিজুর রহমান, আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি আব্দুল জলিল কাসেমী, মাওলানা লুৎফর রহমান, আব্দুল জলিল, আনছার উল্লাহ, হাফেজ সায়েদুল ইসলাম, হোসাইন আহমেদসহ উপজেলার বিভিন্ন ক্বওমী মাদরাসার শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।