কোরবানির পশুবাহী যানবাহন কেউ আটকালে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর সোবাহানবাগে দীন মোহাম্মদ আই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলদা সেলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই পশুবাহী যানবাহনকে থামানো যাবে না। কেউ যদি এবার এমন করে, তবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির পশুবাহী যানবাহন নির্দিষ্ট গন্তব্যের নাম লিখে ব্যানার টাঙাতে হবে। নির্দিষ্ট জায়গাতেই পশু নামাতে হবে বলে জানান মন্ত্রী।
প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন থেকে বলে দেয়া হয়েছে, ঢাকা বাইরে থেকে আনা কোরবানির পশু যে হাটে নেওয়ার জন্য হবে, ঐ স্থানেই নিতে হবে। অন্যত্র নেওয়া যাবে না কোন অবস্থাতেই।