ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ …। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ রবিবার দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ গেছে। আগামী কাল ঈদ-উল –ফিতর।
সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। শেরপুর শহরের সকল ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২৫ রোজার পর থেকেই সব ঈদগাহে পেন্ডেল ও গেট করতে দেখা গেছে। শহর ও শহরের বাহিরের ঈদগাহে ঈদ মোবারক লেখা পতাকা ও নানা রঙা বাতি লাগানো হয়েছে।
শেরপুর শহরে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে শহরের পৌর ঈদগাহ মাঠে সকাল ৯ টায়। একই সময়ে শহরের পুলিশ লাইন্স ঈদ গাহ মাঠ ও তেরা বাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। শেরপুর জেলা প্রশাসনের তথ্যমতে পৌর ঈদগাহ মাঠে মাওলানা মো. আব্দুল্লাহ, পুলিশ লাইন্স ঈদ গাহ মাঠে মাওলানা মো. ইব্রাহীম খলিল ও তেরা বাজার ঈদগাহ মাঠে মাওলানা মো. ছিদ্দিক আহমেদ ইমামতি করবেন।
এদিকে ইদ্রিসিয়া মাদ্রাসা মাঠে সকাল ৯.১৫ মিনিটে, নবীনগর মাদ্রাসা মাঠে সকাল ৯.৩০ মিনিটে, সজবরখিলা বড় মসজিদ মাঠে সকাল ৯ টায়, মাইসাহেবা, কাজীবাড়ী, ঢাকলহাটি, শীতলপুর ও চাপাতলী মসজিদ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া কসবা মসজিদ মাঠ, কসবা শাহী মসজিদ, এগ্রিকালচার ও নতুন বাস ষ্ট্যান্ড মারকাজ মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদের নামাজ অিনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় খোয়ারপাড়, কালীগঞ্জ, মোবারকপুর, দীঘারপাড়া ও কান্দাপাড়া ঈদগাহ মাঠে এবং সকাল ১০টায় নওহাটা ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
নগর-শহর-গ্রাম সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শেরপুর টাইমস ডট কম ও শেরপুর টাইমস টিভির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।