শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আজহার আলী মাস্টার মারা গেছেন।
আজ বুধবার ৩০ জুন সকাল সাড়ে এগারোটার দিকে শেরপুর সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। তাঁর হাতে হাতেখড়ি হওয়া অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। গুণী এ শিক্ষককের জানাজা নামাজ ইন্দিলপুর আঃ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে আজ রাত সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে।
আজহার আলী মাস্টারের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।