কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক অভিযান পরিচালনা করেন।
অভিযানে শহরের ঈশা খাঁ রোডের বেবি হাউজকে ২০ হাজার টাকা, এছাড়াও রাজন স্টোর, সিরাজ গার্মেন্টস, কাজল ফ্যাশন, রানা ফ্যাশন হাউজকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
হৃদয় রঞ্জন বণিক জানান, শহরের ঈশা খাঁ রোডের রথখলাস্ত বেবি হাউজে মেহেদির প্যাকেটে মেয়াদ থাকলেও প্যাকেট গায়ে না থাকা ও ১৫০০ টাকার বেবি ড্রেসের মূল্য ২৫৮০ টাকা লেখায় ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এসময় স্যানিটারি ইন্সপেক্টর রফিকুন্নেসা পুষ্প, মৃত্যঞ্জয় আইচ প্রমুখ উপস্থিত ছিলেন।