শেরপুর টাইমস-এ খবর প্রকাশের পর কিডনি রোগী ইতি বেগমকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে আমেরিকাস্থ শেরপুর জেলা সমিতি ইউএস ইন্ক। সম্প্রতি সমিতি’র অন্যতম সদস্য সোহেলের মাধ্যমে ইতি বেগমের স্বামী আব্দুল মালেকের হাতে ওই এক লক্ষ টাকা তুলে দেয়া হয়েছে।
জানা গেছে, শেরপুরের এক সময়কার প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী শহরের শিংপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল মালেকের স্ত্রী ইতি বেগম (৪২) এর প্রায় ২০ বছর ধরে নানা দূরাগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশয়ী। ইতিমধ্যে দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করাতে গিয়ে জায়গা জমি বিক্রি এবং স্বামী আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হয়ে তিনিও দীর্ঘদিন অসুস্থ থাকায় তার ব্যবসা ও অন্যান্য সহায় সম্বল বিক্রি করে বর্তমানে নি:স্ব হয়ে পড়েছে। সেই সাথে তাদের সকল আত্মিয়স্বজনও তাদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে তারাও ক্লান্ত হয়ে পড়েছে।
এদিকে এ বিষয়ে গত ২১ এপ্রিল শেরপুরের জনপ্রিয় অনলাইন পোর্টল ‘শেরপুর টাইমস ডটকম’ এ একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। পড়ে ওই রিপোর্টটি দেশ-বিদেশে অনেকের নজরকারে। এক পর্যায়ে আমেরিকাস্থ শেরপুর জেলা সমিতি ইউএস ইন্ক এর এক সাভায় সভাপতি প্রকৌশলী খন্দকার এম, রউফ উজ্জল এবং সাধারণ সম্পাদক জসিম মিয়াসহ অন্যান্য সদস্য বিষয়টি মানবিক দৃষ্টিতে এনে সমিতির পক্ষ থেকে ইতি বেগমকে বাংলাদেশী টাকায় এক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।
পরে সম্প্রতি ওই এক লক্ষ টাকা শেরপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনের মাধ্যমে ইতি বেগমের স্বামী আব্দুল মালেকের হাতে তুলে দেন। এদিকে সমিতির সকল সদস্য বাংলাদেশে তাদের নিজ নিজ এলাকায় করোনা সংকটের কারণে কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে আর্থিক সহযোগিতাও করে যাচ্ছে বলে সমিতি সূত্রে জানাগেছে।
উল্লেখ্য, বর্তমানে ইতি বেগমের দু’টি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় এক দিন অন্তর জামালপুর গিয়ে ডাইলেসিস করতে হচ্ছে। তার পুরো সুস্থতার জন্য দুটো কিডনিই প্রতিস্থাপনের প্রয়োজন। তাতে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার প্রয়োজন বলে আব্দুল মালেক জানায়।
এদিকে শেরপুর জেলা সমিতি ইউএস ইন্ক তাকে এক লক্ষ আর্থিক সহায়তা করায় সমিতি’র সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আগামিতে তার স্ত্রীর কিডনি প্রতিস্থাপনের বিষয়ে আর্থিক ভাবে আবারও পাশে থাকার আশা প্রকাশ করেছেন।