শেরপুরে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, কেককাটা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের মধ্য দিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারী) দৈনিক কালেরকণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পাঠক সংগঠন শুভসংঘ শেরপুর জেলা কমিটির আয়োজনে বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমানকে উত্তরীয় চাদর গায়ে জড়িয়ে হাতে সম্মাননা স্মারক তুলে দেন শুভসংঘ জেলা কমিটির উপদেষ্টা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত। শুভসংঘ জেলা কমিটির সভাপতি গোলাম শাহরিয়ার রবিন ও পুলিশ লাইন্স একাডেমীর প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, শিক্ষিকা শরিফুন্নাহার শম্পা, ফুটবল রেফারি সৈয়দ রবিউল করিম মনি, শুভসংঘ জেলা কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, মানিক ফুটবল একাডেমীর ক্ষুদে ফুটবলার ও ক্রীড়াবিদ সহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত অতিথি ও শুভাকাংখীদের কেক, মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো বলেন, একটি অসাম্প্রদায়িক মানবিক চেতনা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। কালেরকন্ঠ সবসময় মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকে। দৈনিক কালেরকণ্ঠ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাক, সেই শুভকামনা ও প্রত্যাশা রইলো। বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান তাকে কালেকন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা প্রদান করায় শুভসংঘ ও কালেরকন্ঠ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। তিনি বলেন, দৈনিক কালেরকন্ঠ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সহযোগী হবে সেই প্রত্যাশা রইলো।