ভাঙনের দ্বারপ্রান্তে বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সংসার। এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। মূলত বচ্চন পরিবার ও ঐশ্বরিয়ার কিছু কাজকর্ম দেখে বিচ্ছেদের আঁচ করছেন বলিউড লাভাররা। যদিও এ বিষয়ে বচ্চন পরিবার থেকে কেউ কিছু জানাননি। তবে দিন দিন যেন বিচ্ছেদের গুঞ্জন জোরালো হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার।
বর্তমানে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। শ্বশুরবাড়ি ছেড়ে থাকছেন নিজের মায়ের সঙ্গে। এর মাঝেই অভিষেক-ঐশ্বরিয়া দুজনেই হাত থেকে খুলে ফেলেছেন তাদের বিয়ের আংটি। এর মধ্যেই নিজের মা-বাবার বিবাহবার্ষিকী উদযাপন করলেন ঐশ্বরিয়া।
ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই ২০১৭ সালে প্রয়াত হয়েছেন। মা বৃন্দার সঙ্গেই এখন সময় কাটান নায়িকা, সঙ্গে থাকে তার মেয়ে আরাধ্যাও।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ও বাবার একটি পুরোনো ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের আজীবন ভালোবাসি। তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা!’
ঐশ্বরিয়ার পোস্ট করা এই ছবি দেখেছেন অভিষেকও। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের গুঞ্জন শোনা গেলেও নিজের শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার পোস্ট ‘লাইক’ দিয়েছেন তিনি। তাহলে কি সব ভুলে শান্তিতে সংসার করার চেষ্টা করছেন ঐশ্বরিয়া-অভিষেক দুজনেই? এখন এমন কৌতূহলই নেটিজেনদের মধ্যে।