বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি, কারিগরি ত্রুটির কারণে সারাদেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। বলে দাবি করেছে বিটিআরসি। ব্যান্ডউইথ সরবরাহকারী কেবল কাটা পড়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে বিটিআরসি।
শনিবার সন্ধ্যার পর থেকে ব্যান্ডউইথ সরবরাহ অর্ধেকের নীচে নেমে এসেছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। যে কারণে মোবাইল অপারেটররা সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে পারছে না।
এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন আইএসপিএবি জানিয়েছে, রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় ব্রডব্যান্ড সেবা স্বাভাবিক আছে। তবে সাবমেরিন কেবলের কারিগরি ত্রুটির কারণে ব্যান্ডউইথ কম পাওয়া যাচ্ছে।
সূত্র: কালেরকন্ঠ
শে/টা/বা/জ