ফেসবুকের মাধ্যমে পবিত্র কাবা শরীফের উপর মূর্তির ছবি স্থাপনকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে শেরপুরে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখা। আজ দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা হযরত আলী, মাওলানা আবু বকর প্রমূখ।
মানববন্ধনে বক্তারা কাবা শরীফের উপর মূর্তির ছবি স্থাপনকারী এবং ফেসবুকে শেয়ারকারী বাপ্পী চন্দ্র দাসকে দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপর আহবান জানান।
এদিকে কাবা শরীফের উপর আপত্তিকর ছবি ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত বাপ্পী চন্দ্র দাসকে গত মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযুক্ত বাপ্পী শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার বিকাশ চন্দ্র দাসের ছেলে।