গাজীপুরের কাপাসিয়ায় দুটি ইটভাটায় অভিযান চালিয়েছেন জেলার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার তরগাঁও ইউনিয়নের চিনাডুলী গ্রামে আরবিএম এবং বিকেবি ইটভাটায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ইটভাটা দুটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন জানান, আরবিএম ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা এবং বিকেবির মালিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা দুটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে বিকেবি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদেশ অমান্য করে ইটভাটাটি চালু রাখা হয়।