পারিবারিক কলহের জেরে স্ত্রী হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। গুরতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাজধানীর তুরাগ বাউনিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী পলি আক্তারকে আটক করেছে পুলিশ।
তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছে বলে জানা গেছে। এই ঘটনায় তার স্ত্রী পলি আক্তারকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
ঢামেক হাসপাতালে ওই যুবক জানান, তিনি একটি গার্মেন্টসে মেকানিক সেকশনে চাকুরি করতেন। তবে বর্তমানে বেকার। তার স্ত্রী কলি পরকিয়া করেন, তিনি এমন সন্দেহ করায় তাদের মাঝে ঝগড়াঝাটি চলছিলো। সন্ধ্যায় তিনি বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারালো কিছু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলে।