ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। অভিনয় করেছেন ‘কাজলের দিনরাত্রি’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্রেও। তাও বেশ কয়েক বছর আগের কথা। এবার নিজ দেশের আঙিনা ডিঙিয়ে কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। নাম ‘এটা আমাদের গল্প’। চলচ্চিত্রটি নির্মাণ করবেন কলকাতার অভিনেত্রী মানসী সিনহা। এটি তার প্রথম নির্মাণ। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ওপার বাংলায় শুরু হচ্ছে এর শুটিং।
তারিন বলেন, ‘এই চলচ্চিত্রে কাজ করার বিষয়ে প্রায় দুই মাস আগ থেকে কথাবার্তা হচ্ছিল। গত সপ্তাহে কাজটি চূড়ান্ত হয়েছে। পরিচালক নিজেও একজন সু-অভিনেত্রী। তার প্রথম কাজ এটি। সব মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গল্পটি কলকাতার হলেও আমার চরিত্রটি বাংলাদেশি মেয়ের। এতে আমার বিপরীতে থাকবেন দেবদূত ঘোষ। এই অভিনেতার সঙ্গে বছর দুয়েক আগে ভালোবাসা দিবসের একটি নাটকে কাজ করেছিলাম।’
জানা গেছে, ‘এটা আমাদের গল্প’ প্রযোজনা করছে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট। এর কাহিনি গড়ে উঠেছে ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে। তারিন ও দেবদূত ঘোষের পাশাপাশি এতে আরও অভিনয় করবেন শাশ্বত চ্যাটার্জি, পূজা কর্মকার, কণিকা ব্যানার্জি, সঞ্জীব শর্মা, খরাজ মুখার্জি প্রমুখ।