করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে শপিং মলগুলোও।
সিদ্ধান্ত অনুযায়ীদেশের কাঁচাবাজার, ওষুধ, সুপারশপ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান-মার্কেট বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
সে ডাকে সাড়া দিয়ে শেরপুরের নিউমার্কেটস্থ মিমোজা পরিবার নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান করোনা পরিস্থিতির কারণে সকল কর্মীকে অগ্রিম বেতন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন । সেই সাথে যতদিন না এই পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন কর্মীদের বেতনভাতা নিয়মিত পরিশোধ করা হবে বলেও ঘোষনা দিয়েছেন।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার জাকির হোসেন বাচ্চু বলেন, করোনার কারণে পৃথিবী থেমে আছে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। তাই সরকারী আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন আমরা কর্মীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।