করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী কর্মহীন মানুষ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘরবন্দী কর্মহীন মানুষের কাছে চাল-ডাল পৌঁছে দিচ্ছেন ইউএনও রুবেল মাহমুদ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আদিবাসীপল্লী গজনী ও রাংটিয়া এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক ব্যক্তির হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে রাতের বেলায় উপজেলার বিভিন্ন এলাকায় অতিদরিদ্র, শ্রমজীবী ও যাদের ঘরে খাবার নেই, দিনের বেলায় জনপ্রতিনিধি, মানববাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এসব মানুষকে নির্বাচিত করে দেওয়া হচ্ছে এই সহযোগিতা।
এ সংবাদ লেখা পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে এ সহায়তা দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য উপস্থিত থাকেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, দিনের বেলা নির্দিষ্ট কোনো স্থানে খাবার দিলে মানুষের ভিড় জমে যায়। এটা করোনা ভাইরাসের জন্য বিপদজনক। জনসমাগম এড়াতে ও প্রকৃত কর্মহীন অসহায় খুঁজে এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হচ্ছে। এ ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে, এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।