নিজের কর্মক্ষেত্রে দুর্নীতি না করার শপথ নিয়েছেন শেরপুরের জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। ভূমি ব্যবস্থাপনা বিষয়ক শুদ্ধাচার ও উত্তম চর্চা বিষয়ক প্রশিক্ষণে তারা এ শপথ নেন। আজ দুপুরে শেরপুর সরকারী কলেজ মিলনায়তনে দুর্নীতি বিরোধী এ শপথবাক্য পড়ান ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রলায়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। এসময় সচিব বলেন, ভূমি সেবাকে আরো গতিশীল করতে ইতোমধ্যে ১৩শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভূমি জরিপসহ সকল সেবা আরো দ্রুত ও নির্ভূল হবে। এসময় তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় যেসব কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি করবে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রক্রিয়ায় কেউ রেহাই পাবে না।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সঞ্চালনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান, শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরো প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে ভুমি সচিব শেরপুরে কর্মরত সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান।