শেরপুরে শহীদ কর্নেল আবু তাহের এর ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে শহরের নিউ মার্কেটস্থ হোটেল অবকাশ এর হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদ এর সভাপতি মনিরুল ইসলাম লিটন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, সাংগঠনিক সম্পাদক কায়সার উদ্দিন, জাসদ নেতা একেএম ছামেদুল হক, বিপ্লব দে লব, জাসদ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম নিশান প্রমূখ।
এসময় জেলা ও বিভিন্ন উপজেলার জাসদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।