শেরপুরের ঝিনাইগাতীতে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ২ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা ডা. মুহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ওই ২ ব্যক্তি নিজ থেকেই করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ কারণে দুপুর থেকে বিকেল পর্যন্ত তাদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন। পরে নমুনা পরীক্ষার জন্য সিভিল সার্জনের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। এই ২ জনের মধ্যে একজন নারী ও আরেকজন কিশোর। নারীর বাড়ি উপজেলার কাংশা ইউনিয়নে ও কিশোরের বাড়ি হাতিবান্দা ইউনিয়নে।
এ বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, ‘ওই ২ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল নয়টার মধ্যেই ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহের পর তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, প্রতিবেদন পাওয়ার পরই বোঝা যাবে, ‘আসলেই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না। এখন থেকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ব্যক্তির মধ্যে করোনা সন্দেহ হলেই আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাব।’