করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন শিল্পীরা। আজ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, রুবেল, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, জায়েদ খান, আলেকজান্ডার বো, জয় চৌধুরীসহ আরও অনেকে।
‘বেদের মেয়ে জোসনা’খ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সময়টা ভালো যাচ্ছে না। সারা বিশ্ব এখন করোনার কারণে থমকে গেছে। এ রোগ থেকে দূরে থাকার উপায় হচ্ছে সচেতন থাকা। জনসমাগম এড়িয়ে চলতে হবে। ব্যবহারের জিনিস, নিয়মিত হাত ধোয়া থেকে শুরু করে সবকিছুইতে সচেতন থাকতে হবে। প্রয়োজনে নামাজ বা প্রার্থনা ঘরে বসে আদায়ের চেষ্টা করতে হবে। আমরা সচেতন থাকলেই করোনা সংক্রামক দূর করতে পারব।’
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পীরা শুধু চলচ্চিত্রের পর্দায় কাজ করে না, দেশের বিভিন্ন সংকটময় সময় জনসাধারণের পাশেও থাকেন। এর আগেও চলচ্চিত্র শিল্পী সমিতি ডেঙ্গু সচেতনতায় কাজ করেছে। এবার আমরা করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের মাঝে হ্যান্ড গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ করেছি।’
জায়েদ খান আরও বলেন, ‘আতঙ্কিত না হয়ে মানুষ যদি সরকারিভাবে জানানো সতর্কতা মেনে চেলে তাহলেই করোনাভাইরাস থেকে মুক্তি সম্ভব। সাধারণ মানুষকে সচেতন করতে রিস্ক নিয়ে ঘর থেকে বের হয়েছি।’
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, থিয়েটার, নাটক ও চলচ্চিত্রের শুটিং।