বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর ছোবলে ইতোমধ্যেই ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। দিনকে দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি অবশেষে ঢুকে পড়েছে বাংলাদেশেও। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে সারা বিশ্বের মতো দেশের মানুষও আতঙ্কিত।
দেশের মানুষের মধ্য থেকে করোনাভাইরাসের আতঙ্ক দূর করতে এবং সচেতনতা বৃদ্ধিতে এবার মাঠে নামছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এমনটাই জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। বলেন, ‘শিল্পীদের কাজ শুধু অভিনয় করাই নয়, সমাজের যে কোনো প্রতিকূলতায় সবার পাশে দাঁড়ানো। ইতিমধ্যেই দেশের নানা সমস্যা মোকাবিলায় ও সচেতনতা তৈরির লক্ষ্যে শিল্পীরা কাজ করেছে। এবারও তাই করবে। দু’একদিনের মধ্যেই আমরা মিটিং করে সিদ্ধান্ত নেব। এরপর সকল শিল্পীদের নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালাবো।’
জায়েদ খান আরও বলেন, ‘দেশের মানুষকে সচেতন করতে পারলে আমরা এই ভাইরাসটি মোকাবিলা করতে পারব। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। আর মুজিব বর্ষে আমাদের যে কার্যক্রম ছিল, তা শিথিল করা হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে বিষয়গুলো সবাইকে জানানো হবে।’