করোনা পরিস্থিতিতে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে শেরপুর জেলা তথ্য অফিস । ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় গণসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা তথ্য অফিস জেলা ব্যাপী বিভিন্ন সচেতনতামূল বার্তা প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে।
ইতিমধ্যেই জেলা শহরসহ পাঁচটি উপজেলার সকল ইউনিয়নের প্রায় সকল গ্রামগঞ্জে ও হাট-বাজারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় বিষয়ে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছে বলে জানিয়েছে জেলা তথ্য অফিস । করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়িতে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইনসহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা ,লিফলেট বিতরণ এবং জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞাপ্তিসমূহ মাইকিং এর মাধ্যমে প্রচারকার্যক্রম প্রতিনিয়তই পরিচালিত হচ্ছে।
প্রচার বার্তায় করোনা ভাইরাসে আক্রান্ত অথবা মৃত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল এবং মানবিক আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এব্যাপারে জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত শেরপুর টাইমসকে জানান, জেলা শহরসহ পাচটি উপজেলায় করোনাভাইরাসের সচেতনামূলক বার্তা সম্বলিত ডিসপ্লেবোর্ড স্থাপন করা হয়েছে এবং ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় বিভিন্ন চ্যানেলে বার্তাগুলো প্রচারিত হচ্ছে। ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জনস্বার্থে এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।