করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়খ্যাত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পর্যটন কেন্দ্র ‘গজনী অবকাশ’ আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) রুবেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও আরও জানান, করোনা ভাইরাস ইস্যুতে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, কারও মধ্যে যদি সর্দি, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শরীরে কোনো সমস্যা দেখা দেয় তবে হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে না এসে হাসপাতালের জরুরী ফোন নম্বরে (০১৭৩০৩২৪৫৫৬) কল দিয়ে পরার্মশ গ্রহণের অনুরোধ জানান। তিনি আরও জানান, হাসপাতালে ২০টি শয্যা প্রস্তুতসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।