শেরপুরে কবিসংঘ বাংলাদেশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের বটতলাস্থ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র কার্যালয়ে আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। এসময় তিনি বলেন, কবি-সাহিত্যিকদের লেখনীতেই মানুষের সুখ-দুঃখের চিত্র ফুটে উঠে। তাদের লেখনীতেই ওঠে আসে মানুষের বাস্তব জীবনের কথা, চেতনার কথা। তারা নিজেদের লেখনীতে ব্যস্ত থাকার পরও আর্তমানবতার সেবায় তাদের হাত বাড়ানোর বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়।
কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার। এতে সংগঠনের অন্যতম নেতা কবি নুরুল ইসলাম মনি ও কবি হাফিজুর রহমান লাভলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।