কণ্ঠশিল্পী সালমার সাবেক স্বামী দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বিয়ে করেছেন। শনিবার (৮ জুন) রাতে কনে খাদিজা শিমুর সঙ্গে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সকল প্রকার আয়োজন করা হয়েছিল নবাবগঞ্জের স্বপ্নপুরীতে।
‘স্বপ্নপুরী’ শিবলী সাদিকের পারিবারিক একটি সুবিশাল বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট। যা উত্তরবঙ্গের একটি বৃহৎ বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত।
শিবলী সাদিকের চেয়ে ২০ বছরের ছোট খাদিজা মল্লিক শিমু দিনাজপুরের হিলির মেয়ে।
খাদিজা মল্লিক শিমুর ফেসবুক প্রোফাইলে দেয়া তথ্য অনুযায়ী, তার বয়স ৮ জুন পর্যন্ত ১৭ বছর ১১ মাস ২৭ দিন। ২০০১ সালের ১২ জুন খাদিজা মল্লিক শিমুর জন্ম। হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন শিমু।
পাশাপাশি ১৯৮২ সালে সংসদ সদস্য শিবলী সাদিকের জন্ম। ২০১১ সালে শিবলী সাদিক ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত কণ্ঠশিল্পী সালমাকে বিয়ে করেন। স্নেহা নামের একটি কন্যাসন্তান রয়েছে সালমার ঘরে।
শনিবার রাতে ১১ লাখ ৪০ হাজার ১০১ টাকা দেনমোহর ধার্য করে নগদে পরিশোধপূর্বক শিবলী সাদিক ও শিমুর বিয়ে পড়ান নবাবগঞ্জের নিকাহ রেজিস্ট্রার। বিবাহোত্তর অনুষ্ঠানে হিলি উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ চার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা এবং উভয় পক্ষের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের পর সংসদ সদস্য শিবলী সাদিকের চাচা দেলোয়ার হোসেন মণ্ডল নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চান।