ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী পূর্ণিমা ওমরাহ হজে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য অভিনয় ছাড়ছেন! রোববার সকাল থেকেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনয় ছাড়বেন না তিনি।
এ বিষয়ে পূর্ণিমা বলেন, ইচ্ছে ছিলো ওমরাহ হজ পালন করবো। অবশেষে আল্লাহ রহমত করলেন, ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। সোমবার ঢাকা ছাড়বো। ৯ দিনের জন্য হবে এই সফর। এ জন্য অভিনয় কেনো ছাড়বো? এমন খবর কারা ছড়াচ্ছে, কেনো ছড়াচ্ছে তার কিছুই আমি জানিনা। কারো সঙ্গে এ বিষয়ে কোনো কথাও হয়নি।
ওমরা শেষ করে এসে নতুন বছরে আবারো অভিনয়ে মনোযোগ দিবেন জানিয়ে এ ধরনের গুঞ্জন না ছড়ানোর জন্য সবাইকে আ্হ্বান করেন পূর্ণিমা। বর্তমানে পূর্ণিমা ‘গাঙচিল’, এবং ‘জ্যাম’ ছবির শুটিং করছেন। ছবি দুটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে তার নায়ক আরিফিন শুভ।
এদিকে সম্প্রতি গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে প্রথমবার একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘ভালোবাসাবাসি’। সাগর জাহান পরিচালিত নাটকটি ভালোবাসা দিবসে প্রচার হবে।