স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ঠ বাস্তবায়নে জনপ্রশাসনের দক্ষতাবৃদ্ধি করতে শেরপুরে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এবং শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় এসডিজি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
কর্মশালায় ৮টি গ্রুপে সরকারী-বেসরকারী দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ ৮০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও এসডিজি বাস্তবায়নে করণীয়, বাঁধা ও উত্তরনের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।