আমরাই গড়বো সবুজ পৃথিবী’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে এসএসসি-৯৮ ব্যাচের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) শহরের অষ্টমীতলাস্থ পৌর স্যানিটারী ল্যান্ডফিলের দুইধারে ওই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
এসময় এসএসসি-৯৮ ব্যাচের সভাপতি সুজা-উদ-দৌলা, সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন, কার্যকরী সভাপতি পল্লব সেরনিয়াবত, সহ-সভাপতি এ বি এম শফিকুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী তালুকদারসহ জামিল হোসেন সরকার, আনোয়ার হোসেন, হাফিজুর রহমান পলাশ, নয়ন ভৌমিক, আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, শান্ত রায়, কাজী আবুজর মোহাম্মদ আলামিন, বেলায়েত হোসেনসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।