বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন শেরপুর জেলার ২৪ জন। একই সঙ্গে এসআই পদে নিয়োগ পাওয়া ২৪ জনের মধ্যে শেরপুর সদরের ৮ জন, নালিতাবাড়ীর ৬ জন, শ্রীবর্দী উপজেলার ৫ জন,ন কলার ৩ জন ও ঝিনাইগাতী উপজেলার ২ জন।
সদ্য নিয়োগ পাওয়া এসব পুলিশ কর্মকর্তা ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। গত ১৪ জুন (সোমবার) আনুষ্ঠিকভাবে তাদের এক বছরের প্রশিক্ষণ শেষ হয়। এবার ১ হাজার ২৯১ জন প্রশিক্ষার্থীর মাঝে প্রশিক্ষণ সম্পন্ন করেন ৫৭ নারীসহ ১ হাজার ২৩১ জন।
এদিকে একসাথে শেরপুর থেকে বাংলাদেশ পুলিশে ২৪ জনের নিয়োগের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে। নতুন নিয়োগ পাওয়া মেধাবী এই মুখদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। নিয়োগ পাওয়া ২৪জন ইতোমধ্যে প্রশিক্ষণ শেষ করে বিভিন্ন থানায় যুক্ত হয়েছেন।