দুই ম্যাচ পর জয়ের দেখা পেল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। জোড়া গোল করে জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। মোনাকোর বিপক্ষে পাওয়া ২-০ গোলের এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত হলো দলটির। সবশেষ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয়েছিল ফরাসি জায়ান্টদের।
সবশেষ মৌসুমে এই মোনাকোর বিপক্ষেই দুইবার হেরেছিল এমবাপ্পেরা। তবে এদিন ভাগ্য পক্ষে ছিল পিএসজির। নাহলে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল হজম করতে হতো তাদের। মোনাকোর ফরাসি মিডফিল্ডার সোফিয়ানে দিয়ুপের শট পোস্টে লাগলে বড় বাঁচা বাঁচে মরিসিও পচেত্তিনোর দল।
তবে দ্বাদশ মিনিটে কপাল খোলে স্বাগতিকদের। ডি মারিয়াকে প্রতিপক্ষের ডিবক্সে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। আর স্পট কিকে সহজেই দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে পুনরায় স্কোরশীটে নাম লেখান এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
মেসির সঙ্গে দারুণ এক যুগলবন্দীতে ব্যবধান ২-০ করেন এমবাপ্পে। সঙ্গে নিজের শততম লিগ ওয়ান গোলও পূরণ করলেন তিনি। এই নিয়ে চলতি মৌসুমে লিগে ১৭ ম্যাচ খেলা এমবাপ্পের গোল সংখ্যা বেড়ে দাঁড়াল নয়টিতে।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে পিএসজি। ৬৪তম মিনিটে মেসির ফ্রি কিক পোস্টের উপর থেকে চলে যায়। আক্রমণ করে মোনাকোও। প্রতিপক্ষের গোলমুখে পিএসজির চেয়েও আক্রমণাত্মক ছিল দলটি। তবে নিজেদের ভুল আর ফিনিশিংয়ের দূর্বলতায় ২-০ গোলের হারেই ম্যাচ শেষ করতে হয় মোনাকোর।
এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত হলো পিএসজির। দুইয়ে থাকা মার্শেইয়ের সঙ্গে তাদের ব্যবধান এখন ১৩ পয়েন্টের, আর তিনে থাকা রেনের সঙ্গে ১৪। ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মোনাকো।