দেশের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তি ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে আগামী ২৩ মার্চ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম পিরিয়ড ক্লাস বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন সমিতির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এম আউয়াল সিদ্দিকী। লিখিত বক্তব্যে তিনি শিক্ষা ব্যবস্থা একযোগে জাতীয়করণ ও ননএমপিও শিক্ষকদের এমপিওভুক্তিসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পেনশন, উৎসব ভাতা, মেডিকেল ভাতা বৈশাখী উৎসব ভাতা পূর্বের ন্যায় টাইম স্কেল প্রাপ্তির পর বিএড ডিগ্রিধারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদান এবং অবসর কল্যাণ ট্রাস্টের ফান্ডের ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতি বছর জাতীয় বাজেটে অর্থ বরাদ্ধ করে শিক্ষকদের অবসরের তিন মাসের মধ্যে শিক্ষকরা যেন তাদের প্রাপ্য আর্থিক সুবিধা পান তার দাবী জানান।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ এম এ আউয়াল শিক্ষকদের এ ন্যায্য দাবীসমূহ আদায়ের লক্ষ্যে আগামী ২৩ মার্চ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম পিরিয়ডের ক্লাস বর্জনসহ, ১লা ও ৯ই মার্চ জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ, ১৬ই মার্চ সারাদেশের জেলা সদরে সকাল এগারোটায় ১ঘন্টা মানববন্ধন পালনের পাশাপাশি প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল পলনের কর্মসূচি ঘোষণা করেন।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, মো. আব্দুল খালেক, সামছুল হুদা প্রামাণিক, মো. আব্দুল মজিদ. হাসিনা পারভিন, বাবু সুনীল চন্দ্র পাল, আলহাজ্ব মো. ছফি উল্যা খান, মো. শাহাদুল হক, শাহনেয়াজ চন্দন, মো. শাহে আলম, মো. জহির উদ্দিন বাবর অধ্যক্ষ ফজলুল হক খান, অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, মো. শফিকুল আলম, মো. আব্দুল হামিদ, বেগম তাজকিরা, এস এম শহিদুল ইসলাম তালুকদার, একে এম বজলুর রশিদ, মামুন অর রশিদ, মো. সাহিদুল ইসলাম, মো. মোস্তাফা কামাল খোসনবিশ, শাহীন আরা ইয়াসমীন, মো. শহিদুল ইসলাম তালুকদার প্রমুখ।
বাংলাদেশ শিক্ষক সমিতি এ সংগঠনটির প্রতিষ্ঠাতা অবিসংবাদিত শিক্ষক নেতা প্রয়াত অধ্যক্ষ মুহম্মদ কামরুজ্জামান।