শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুক্রবার বিকালে এমএ বারী লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় লিজেন্ডস অব গজনী অবকাশ ৩২ রানের ব্যবধানে লিজেন্ডস অব সোমেশ্বরীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে নির্ধারিত ২০ ওভারের খেলায় টসে জিতে লিজেন্ডস অব গজনী অবকাশ ২০ ওভারই ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে লিজেন্ডস অব সোমেশ্বরী ১৮ ওভার খেলে ১০০ রানে সবক’টি উইকেট হারায়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা বোলার হয়েছে মো. সোহেল খান, সেরা ব্যাটসম্যান রাকিবুল হাসান শিমুল, সেরা ফিল্ডার মো. মোশারফ হোসেন এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন ওবায়দুর রহমান রাব্বানী ও নিরমল নকরেট।
খেলা শেষে সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন পাঠান।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসাদুজ্জামান জনি, বণিক সমিতির পরিচালনা কমিটির সদস্য মো. কামরুল হাসান কামরান, মো. আজিজ খান, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান রাব্বী, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক এবিএম তামজীদ, নাঈম রাহাত পাপ্পু প্রমুখ।