আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শেরপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পার্টির জেলা শাখার আহবায়ক শাহজাহান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় আহŸায়ক এএফএম. সোলায়মান চৌধুরী।
এতে বক্তব্য দেন, পার্টির জামালপুর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, সদস্য সচিব মাহবুব উল আলম, শেরপুর জেলা শাখার সদস্য সচিব মো. মুকসিতুর রহমান হীরা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমীন।