জনদূর্ভোগ লাঘবে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এবার দখলমুক্ত হলো শহরের নিউমার্কেট মোড় থেকে থানামোড় পর্যন্ত ফুটপাত। আজ বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। একই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ৩টি হোটেল মালিককে জরিমানাও করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সড়কের পাশের সরকারি জায়গা ও ফুটপাত দখল করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শহরের নিউমার্কেট মোড় থেকে থানা মোড় পর্যন্ত অস্থায়ীভাবে দোকান স্থাপন করে ব্যবসা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও যানজট লেগে থাকত। তাই আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
একই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে হোটেল আহার, ভানু মিষ্টান্ন ভান্ডার ও হাজী বিরিয়ানী হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন শেরপুর টাইমসকে বলেন, জনদূর্ভোগ লাঘবে ও শহরে যানযট নিরসনে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ দখল উচ্ছেদ ও খাবারের মান নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।