অবশেষে দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমায় তার অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছিলো।
বৃহস্পতিবার পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বাজেটের দক্ষিণী সিনেমায় অভিনয় করতে চলছেন কারিনা কাপুর। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা ইতোমধ্যে চূড়ান্ত। ‘টক্সিক’ সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে তাকে।
‘টক্সিক’ সিনেমায় ‘কেজিএফ’ তারকা যশের বিপরীতে অভিনয় করতে চলছেন অভিনেত্রী।
গীতু মোহনদাসের পরিচালনায় ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ‘টক্সিক’। এরইমধ্যে লন্ডনে গিয়ে রেইকি সেরে এসেছেন যশ। এবার ফ্লোরে যাওয়ার পালা।
বলিউডে দু’দশক কাটিয়ে ফেললেও গত বছর অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই কারিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’ ব্যাপক আলোচনায় ছিলো।
দীপিকা-রণবীরের ঘরে কবে আসছে নতুন অতিথি?দীপিকা-রণবীরের ঘরে কবে আসছে নতুন অতিথি?
সিঙ্গেল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন কারিনা।
২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু সুপারফ্লপ সেই ছবিতে কারিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সব লাইমলাইট কেড়েছিলেন আমির খান।