ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে “আসুন, অসহায় শিশুদের মুখে উষ্ণতা ছড়িয়ে দিই” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসহায় ৪০ জন শিশুকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নবীনগর, পাকুরিয়া, বাজিতখিলা, শেখহাটি, ভাতশালা, বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানের কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের অসহায় ছিন্নমূল শিশুদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় এনসিটিএফ শেরপুর জেলার সভাপতি দুর্জয় সরকার তীর্থ, সম্পাদক অরিত্র চন্দ্র ঝলকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য- আহনাফ হোসেব নাকিব, রজত সাহা অন্তু, দিগন্ত সাহা, পিয়াস কর্মকার ও ওয়াহিদ রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।