ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স এনসিটিএফ শেরপুর জেলা শাখার বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর বিকালে জেলা শিশু পরিবার (বালিকা) হল রুমে অনুষ্ঠিত এ কর্ম পরিকল্পনা এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান।
এনসিটিএফ এর সভাপতি দুর্জয় সরকার তীর্থের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য বিশেষ অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন শিশু পরিবারের উপ তত্বাবধায়ক মো. বেলাল হোসেন, শেরপুর টাইমস ডটকমের উপদেষ্টা সম্পাদক সাংবাদিক রফিক মজিদ প্রমূখ। আলোচনা সভা শেষে শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে গ্রুপ ডিসকাসন এর মাধ্যমে নানা পরিকল্পনা গ্রহন করা হয়।