ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। এতে যৌথভাবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি মিলেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যাননের। পুরস্কার জিতে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন এই দুই নায়িকা।
প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর জাতীয় খেতাব জিতে উচ্ছ্বসিত আলিয়া। তাই তো এদিন ধন্যবাদ জানাতে ভোলেননি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র পুরো টিমকে।
সামাজিকমাধ্যমে আলিয়া লেখেন, ‘সঞ্জয় স্যার (সঞ্জয় লীলা বানসালি), পুরো টিম, আমার পরিবার, আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। এই জাতীয় পুরস্কার আপনাদের সবার। কারণ, আপনাদের ছাড়া এটা সম্ভব ছিল না। আমি সবকিছুর জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আশা করি, যত দিন সম্ভব, আমি আপনাদের বিনোদন দেব। গাঙ্গু (যে আলিয়া নামেও পরিচিত)।’
কৃতির উদ্দেশে আলিয়া লিখেছেন, ‘কৃতি, আমার মনে আছে, যেদিন আমি ‘মিমি’ দেখেছিলাম, সেদিন তোমাকে একটা খুদে বার্তা লিখেছিলাম। অত্যন্ত শক্তিশালী আর সৎ পারফরম্যান্স ছিল তোমার। আমি সেদিন অনেক কেঁদেছিলাম। তুমি এর প্রকৃত দাবিদার। এভাবে সারা জীবন উজ্জ্বল থাকো।’
পর্দার ‘গাঙ্গুবাই’কে জবাব দেন ‘মিমি’। ইনস্টাগ্রামে আলিয়ার উদ্দেশে কৃতি লেখেন, ‘আলিয়া, তোমাকে অভিনন্দন। তুমি আসলেই এর যোগ্য। আমি সব সময় তোমার কাজের প্রশংসা করে এসেছি। আমি খুব রোমাঞ্চিত যে আমি তোমার সঙ্গে এই বিশেষ মুহূর্ত উদযাপন করার সুযোগ পেলাম। আসো, আমরা উদযাপন করি।’
প্রসঙ্গত, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে যৌনকর্মী ‘গাঙ্গুবাঈ’-এর চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। ছবিটি পরিচালনা করেন সঞ্জয় লীলা বানসালি। শুধু জাতীয় পুরস্কারই নয়, ছবিটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার, আইফা, দাদাসাহেব ফালকে পুরস্কার জেতেন আলিয়া।
অন্যদিকে, ‘মিমি’ ছবিতে এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন। এটি পরিচালনা করেন লক্ষ্মণ উতেকর। জাতীয় পুরস্কার ছাড়াও এই ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন কৃতি।