শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী সাত যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (১ মে) বিকেলে উপজেলার দুধনই গ্রামের ঝর্ণা চিরানের বাড়িতে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ে পরিচালনা করেন মরিয়ম নগরের ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি ও সহকারি পাল পুরোহিত ফাদার আশীষ রোজারিও সিএসসি।
নব দম্পত্তিরা হলো- রিটু চিসিম-সুনিলা বনোয়ারী, জেমি বিশ্বাস-রিমি মানদিক, চিন্ময় হাজং- লাবনী চিরান, পলিনুষ হাউই- রুবিয়া ম্রং, এলিট রাংসা- ঝর্ণা চিরান, রেঞ্জার দিও-টিউলি চিরান, মনিন্দ্র রিছিল- সঞ্জিলা ম্রং একসঙ্গে সাত বিয়ের স্বাক্ষী হিসাবে ছিলেন সুচনা চিছাম ও স্টিফেন চিসিম । এসময় মরিয়ম নগরের আদিবাসী পল্লীর প্রায় ২ শতাধিক নারী-পুরুষ বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন।
নব দম্পত্তি রেঞ্জার দিও-টিউলি চিরান বলেন, আমরা খুবই আনন্দিত এরকম সুন্দর একটি পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরে।
এ বিষয়ে মরিয়ম নগরের ধর্মপল্লীর পাল সহকারি পাল পুরোহিত ফাদার আশীষ রোজারিও সিএসসি শেরপুর টাইমসকে বলেন, গত ২১এপ্রিল স্টার সানডে উপলক্ষে এ ধর্মপল্লীর সাতজন যুগল বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমি মনে করি, এই সাতজনের বিয়ে পূর্ণতা লাভ করেছে।