‘একতা স্পেশালাইজড (প্রাঃ) হাসপাতাল’র’ উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
বুধবার (১৩ এপ্রিল) সকালে শেরপুর পৌর শহরের নারায়ণপুরে এই হাসপাতালের উদ্বোধন করেন হুইপ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, বেসরকারি হাসপাতালগুলোকে অর্থনৈতিক চিন্তা না করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান। আর রোগীরা যেন টাকার কারণে চিকিৎসাসেবা হতে বঞ্চিত না হয় সেও কথা জানান তিনি।
সদর উপজেলা মহিলা আ’লীগের সভাপতি শামীম আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, বিএমএ সভাপতি এম এ বারেক তোতা, সাচিবের সভাপতি ডা. এটিএম মামুন জোস, স্বাচিব ও বিএমএ সাধারণ সম্পাদক ডা. নাদিম হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন প্রমুখ।
হাসপাতালটির পরিচালকের দায়িত্বে রয়েছেন মতিউর রহমান মতিন, তৌফিকুর রহমান, মোশাররফ হোসেন, শাহরিয়ার আলম, মাসুদ রানা এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন দিদারুল ইসলাম দিদার।