শুরুটা হয়েছিল একসঙ্গে, শেষটাও হতে পারত একইভাবে। কিন্তু হঠাৎ করেই তাল কেটে গেল। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হলো না দেশসেরা বাঁহাতি ওপেনার তামিমের। তামিম-সাকিবের বিরোধের কথা এখন সর্বজনবিদিত। বিশ্বকাপের আগেও এই দুই তারকার বিরোধ উত্তাপ ছড়িয়েছে। বিশ্বকাপ দলে না থাকা নিয়ে ভিডিওবার্তায় নিজের মতামত জানিয়েছেন তামিম।
একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও বলেছেন নিজের কথা। এদিকে, বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এমন সময় সাকিব বললেন, ‘এই মুখ আর দেখাব না’।
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ আজ একটি বিজ্ঞাপনী ভিডিও সম্প্রচার করেছে। সেখানে দেখা যায়, ড্রেসিংরুমের বিরোধ ভুলে আবার এক হচ্ছেন সাকিব-তামিম। সাকিব মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ ব্যবহার করে তামিমের পাওনা ৩০ টাকা পরিশোধ করছেন এমন দৃশ্যও দেখানো হয় ভিডিওতে।
সাকিব-তামিমের ওই যৌথ ভিডিওতে আরও দেখা যায়, স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারও আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর শুরুতে দু’জন একে অন্যের সঙ্গে কথা বলছেন না। একটা সময় তারা ছোটবেলার স্মৃতিচারণ শুরু করেন। আর শেষে এসে দু’জনে এক হয়ে যান বিশ্বকাপে লড়াই করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান আরেকবার গর্জে ওঠার জন্য।
বুধবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার দিয়ে সাকিব লিখেছেন, এই মুখ আর দেখাব না। মূলত একটি টয়লেট্রিজ কোম্পানির বিজ্ঞাপনের জন্য সাকিব এক্ট ছবি দিয়ে এমন ক্যাপশন ব্যবহার করেছেন।