চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে সকাল ১০টায় শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলছে। এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।
৮টি বোর্ডের ১ হাজার ৩৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী।
তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত বাকি ৩ শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম, কারিগরি ও মাদরাসা) পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট। এ তিন শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৪৮৬ জন।
জানা যায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। চলতি বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ সময়ে এসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে (আইসিটি) ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। গত বছরের তুলনায় এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে প্রতিষ্ঠান কমেছে ১২টি। অন্যদিকে কেন্দ্র বেড়েছে ৯টি।
সাধারণত প্রতিবছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে গত কয়েক বছর তা সম্ভব হয়নি। করোনার কারণে ২০২০ সালে পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও তা পিছিয়ে যায় সিলেবাস শেষ না হওয়ার কারণে।