জামালপুর সংবাদদাতা : কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন- আওয়ামী সরকার উন্নয়ন নয়, হামলা মামলার প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত আছে। কখনো বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা মিথ্যা মামলা দায়ের করছে। নেতা-কর্মীদের কোণঠাশা করছে। বিএনপির মহাসচিবের গাড়িবহরে ন্যাক্কারজনক হামলাও একটি জ্বলন্ত প্রমাণ। গত মঙ্গলবার বিকালে ইসলামপুরের পূর্বাঞ্চলে বিএনপির এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ওই নেতা এসব কথা বলেন।
উপজেলার গাইবান্ধা, গোয়ালেরচর, চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে গাইবান্ধা ইউনিয়নাধীন পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নবাব।
গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মেসবা উদ্দিন সাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা একেএম শহিদুর রহমান, ডা. শাহিনুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, গাইবান্ধা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সাদ্দাম, নোয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল, আব্দুল হাকিম মাষ্টার, ডা. আব্দুর রাজ্জাক, গোয়ালের চর ইউনিয়ন বিএনপির সভাপতি বদর আলী, কারানির্যাতিত খ্যাত যুব নেতা মাহফুদুজ্জামান লুলু, জাকির হোসেন জিয়াউল, সালমান শাহ, রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম হোসেন নোমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিপুল, ইর্শেদ শেখ, যুব নেতা আবু রায়হান, আক্তার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা এনামুল হকের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।