বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলে নালিতাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। উপজেলা প্রশাসনের আয়োজনে (২২ মার্চ) বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্তরের মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমানসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ চত্তর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের শিার্থীরা অংশ নেয়।