আপন মানুষ আর প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে নাড়ির টানে রাজধানী ছেড়ে গ্রামে আসা মানুষগুলো রুজির টানে ফের ঢাকায় কর্মস্থলে ফিরে যেতে শুরু করেছে। বাস, ট্রাক, লেগুনা আবার কেউবা শখের বাইকে চেপে যে যেভাবে পারছেন নাড়ির টান দূরে ঠেলে ইট-পাথরের নগরীতে ফিরে যাচ্ছেন। ঈদ উল আযাহার ছুটি শেষ হওয়ায় গত মঙ্গলবার থেকেই ফেরার এ যাত্রা শুরু হয়েছে।
প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় ফিরছেন আব্দুল মালেক মিয়া। এসময় নিউমার্কেট টেনিসক্লাব কাউন্টারে কথা হয় তার সাথে। তিনি বলেন, গ্রামের বাড়িতে বাবা-মা, ভাই-বোন রয়েছেন। তাই ঈদ ও কোরবানির জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গত বুধবার অফিস খোলা ছিল। তবে ছুটি নিয়েছি। তাই আজ যাচ্ছি।
চট্রগ্রাম আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী জামিল হোসাইন। এসময় প্রতিনিধি কাউন্টারে তার সাথে কথা হয়। তিনি বলেন, রবিবার থেকে আমার এ্যাসাইনমেন্ট রয়েছে। তাই আজ রাতেই চলে যাচ্ছি চট্টগ্রামে।
এদিকে শহরের বিভিন্ন বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, গত ১৩ তারিখ থেকেই যাত্রীরা রাজধানীতে যেতে শুরু করেছে।