শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর শনিবার (২২ জুন) থেকে লোড আনলোড ও আমদানি রফতানিসহ এর সকল কার্যক্রম ফের শুরু হয়েছে।
সুত্র জানায়, শেরপুর জেলার গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি ঈদুল আজহা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে গত রোববার (১৬ জুন) থেকে শুক্রবার (২১ জুন) পর্যন্ত টানা ছয় দিন ছুটির কবলে পড়ে। ছুটি শেষ করে শনিবার সকাল থেকে এই বন্দরের আমদানি রফতানি ও লোড আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। সকাল থেকেই বন্দর শ্রমিকদের কলরব আর পাথর ভাঙা মেশিনের শব্দে মুখরিত হয়ে উঠেছে নাকুগাঁও স্থলবন্দর।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। ঈদের দিনেও পাসপোর্টধারীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশে যাতায়াত করতে পেরেছেন।
বিষয়টি নিশ্চিত করে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, শনিবার সকাল থেকে এই বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রথম দিনে ভারত ও ভুটানের পাথরভর্তি কোন ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। রবিবার (২৩ জুন) এ বন্দরে ট্রাক ঢুকতে শুরু করবে।