আগামী ২২ আগস্ট সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সব সিএনজি রিফুয়েলিং স্টেশন ঈদের আগের ৪ দিন ও পরের ৪ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম রয়েছে। গ্যাস সঙ্কটের কারণে কয়েক বছর ধরে এই নিয়ম চলে আসছে।