পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্ন করতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে শেরপুর টাইমসকে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। তিনি বলেন, ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ। তাই এই ঈদে পোশাকধারী পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ ও ডিবি পুলিশ।
তিনি বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেক পোষ্ট, ব্লক রেইড ও ট্রাফিক পুলিশের বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরো বলেন, “ঈদের নামাজের সময় বাড়তি পুলিশ মোতায়ন থাকবে। সেই সাথে ঈদের ছুটিতে যারা নাড়ির টানে বাড়িতে যাচ্ছেন, তাদের ঘর বাড়ি ফাঁকা থাকবে। তাই ঈদ ও ঈদ পরবর্তী সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ফোর্স মোতায়ন থাকবে। সেই সাথে ঈদে শহরের যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়ন করা হয়েছে।”
এছাড়া বিভিন্ন পর্যটন এলাকা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইভটিজিং রোধে পুলিশের বিশেষ নজরদারি থাকবে।