শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। বাংলাদেশ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পরিচিত। সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
১২ রবিউল আউয়াল উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই দোয়া মাহফিল অংশগ্রহণ করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আলহাজ্ব নজরুল ইসলাম,আলহাজ্ব ফখরুল মজিদ খোকন,এডভোকেট মোসাদ্দেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামিম হোসেন,সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা,হুইপ কন্যা ড. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি,বেতমারি ঘুঘুরাকান্দির ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মজু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।