চলছে ঈদের আনন্দ। নতুন জামা-কাপড় পেয়ে খুশির বাঁধ ভেঙে গেছে যেমন অনেকের, তেমনি ঈদের ছুটিতে প্রিয় মানুষকে কাছে পেয়ে আনন্দে মাতোয়ারা প্রায় সবাই। এমন আনন্দ এখন ঘরে ঘরে হলেও কিছু মানুষের নেই কোনো ফুরসত। ঈদ উৎসবেও কিছু পেশার মানুষের জীবনে নেই অবসর, মেলে না ছুটি। পেশাগত দায়িত্ব পালনেই তৎপর থাকতে হয় তাদের।
পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সবাই যখন ঈদের খুশি ভাগাভাগিতে ব্যস্ত, পেশাগত কারণে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে কিছু মানুষ থাকে উৎসব-আনন্দের ঊর্ধ্বে।
শেরপুরের বেশকিছু সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের মধ্য দিয়েই চলছে তাদের ঈদ আনন্দ।
ঈদের সময় বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, চিকিৎসক, নার্স, পরিবহনকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত বেসরকারী নিরাপত্তাকর্মীসহ বেশ কিছু পেশার কর্মজীবীদের ঈদের দিনেও কাজ করতে হয়।
মুমূর্ষু ও জরুরি রোগীদের সেবায় ঈদের দিনেও হাসপাতালে দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স ও আয়ারা। ঈদে হাসপাতালের রোগী ও সেবাদানকারী কর্মীদের সময় কাটে সবচেয়ে করুণভাবে। অনেকে ছুটিতে চলে যাওয়ায় যারা দায়িত্বে থাকেন তারাই বাড়তি চাপ সামলান দ্বিগুণ পরিশ্রম করে।
শেরপুর সদর হাসপাতালে দায়িত্বরত কয়েকজন নার্সের সাথে কথা হয় । তারা জানায়, পরিবার-আত্মীয় স্বজন ছেড়ে রোগীদের পাশে থেকে ঈদের আনন্দ খুঁজেন তারা। তবুও ঈদে পরিবার ছেড়ে বাইরে থাকাটা খুব কষ্ট লাগে। এসময় কয়েকজন আবেগে আপ্লুত হয়ে যান।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ খায়রুল কবির সুমন বলেন, রোগীদের সেবা দেওয়ার মাঝেই আমরা ঈদের আনন্দ পাই। তাদের মুখে হাসি দেখলে সব কষ্ট ভুলে যাই।
এরমধ্যে পুলিশ সদস্যরা কেউ কেউ ঈদের ছুটিতে গ্রামে যেতে পারলেও, অনেকেই ঈদের দিনও থাকবেন কর্মস্থলে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ আনন্দ করতে পারে, সেজন্য তারা ঈদের দিনেও দায়িত্ব পালন করছেন।
কথা হয় শেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে দায়িত্বরত কয়েকজন ট্রাফিক পুলিশের সাথে। তারা জানান, সবাইকে সেবা দেওয়ার মাঝেই ঈদ আনন্দ উপভোগ করছেন তারা। সবাই যেন নির্বিঘ্নে ঈদ আনন্দ করতে পারে সেই চেষ্টায় করে যাচ্ছেন তারা।
একইভাবে দায়িত্ব পালন করছেন বাসাবাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরাও। ঈদেও ছুটি নেই তাদেরও।
জনগণের সেবার মধ্যদিয়েই ঈদ আনন্দ খুঁজে পান ফায়ার সার্ভিস কর্মীরা, জানালেন শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্তব্যরত কর্মীরা।
নিজ দায়িত্ব পালনের মধ্যেই ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি দূরে থাকা স্বজনদের জন্য শুভকামনা জানান এসব কর্মযোদ্ধারা।