পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ২৭ জুন থেকে আগামী ২ জুলাই পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। এসময়ে বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম হবে না।
তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
বুধবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের সহকারি পরিচালক পার্থ ঘোষ।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকবে। এসময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রীরা পারাপার করতে পারবে।
আগামী ৩ জুলাই থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।